ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে ‘এ’ দল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৬:২০

বাংলাদেশ 'এ' দল৷ ফাইল ছবি বাংলাদেশ 'এ' দল৷ ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অক্টোবরে আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ‘এ’ দলকে আমন্ত্রণ জানিয়েছিল তারা। সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছিল।

কিন্তু হুট করেই অর্থ সংকটের কারণে বাংলাদেশকে আতিথ্য দেয়ার পরিকল্পনা বাতিল করে তারা। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে সিরিজটা এখন হচ্ছে না, বলে বিসিবিকে জানিয়ে দেয় আফগানরা।

তারপর থেকেই অক্টোবরে ‘এ’ দলের জন্য নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় ছিল বিসিবি। সেই চেষ্টায় কিছুটা সফলতার খবরও মিলেছে। বিসিবি সূত্রে জানা গেছে, অক্টোবরে ভারত সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল।

শুক্রবার সূত্র জানায়, ভারত সফরে তামিলনাড়ুর রাজ্য দলের বিপক্ষে সিরিজ খেলবে ‘এ’ দল। রঞ্জি ট্রফির দল তামিলনাড়ুর বিরুদ্ধে সঙ্গে দুটি চারদিনের ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের দ্বিতীয় সারির দলটার।

তবে ভারত সফর এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। সূত্র আরও জানায়, কথাবার্তা চলছে। এখনও কিন্তু সফর চূড়ান্ত হয়নি। বিসিসিআই অনুমতি দিলে ওরা সফর চূড়ান্ত করতে পারবে। সবকিছু ঠিক হলে আগামী ৮ অক্টোবর ‘এ’ দল ভারতে যেতে পারে।

‘এ’ দল ভারত সফর গেলে আগামী ১০ অক্টোবর শুরু হতে চলা জাতীয় ক্রিকেট লিগ তারকা শূন্য হয়ে যাবে। জাতীয় দল বিশ্বকাপে, ‘এ’ দল ভারতে, শীর্ষ ৪০ জন ক্রিকেটারই থাকবেন না জাতীয় লিগে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।