ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বাংলাদেশের চাওয়া শুধুই জয়

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৪

নুরুল হাসান সোহান। ফাইল ছবি নুরুল হাসান সোহান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন দুবাইয়ে আছে বাংলাদেশ দল। রোববার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। দুবাই স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

প্রতিপক্ষ আইসিসি সহযোগী দেশ, তবে বাংলাদেশের জন্য হারের বৃত্ত ভাঙার বড় সুযোগ এই সিরিজ। টি-টোয়েন্টিতে গত তিন ম্যাচে জয়ে নেই টাইগারদের। শেষ ৯ ম্যাচে জয় মাত্র দুটি। আমিরাতকে হারিয়ে জয়ের স্বস্তি ফিরে পেতে মরিয়া বাংলাদেশ দল।  

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে সফরকারীরা। অনুশীলনের আগে প্রথম ম্যাচের টার্গেট নিয়ে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, ‘ফোকাস যদি বলি অবশ্যই ম্যাচ জেতা। আন্তর্জাতিক প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হয়ে খেলা প্রতিটি ম্যাচই আমার কাছে মনে হয় সমান গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে যেহেতু এটা আন্তর্জাতিক ম্যাচ, শতভাগ দিয়ে ফোকাস হল ম্যাচটা জেতা।’

টি-টোয়েন্টিতে হন্যে হয়ে জয় খুঁজছে বাংলাদেশ দল। শক্তিমত্তায় ব্যবধান থাকলে আমিরাতের দলটাকে হালকাভাবে নিচ্ছেন না সোহান। 

তিনি বলেছেন, ‘আমি কোনো দল দুর্বল কিংবা ছোট এই শব্দটা কখনোই ব্যবহার করতে চাই না। তারা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে, তারা ক্যাপেবল। টি-টোয়েন্টিতে আপনি দেখবেন যারা যেদিন ভালো খেলে ফল তাদের পক্ষে আসে। অবশ্যই ভালো খেলা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আমরা চেষ্টা করব আমাদের প্রসেসটা ধরে রেছে ভালো ক্রিকেট খেলতে।’

 

টি-টোয়েন্টিতে এর আগে দুই দলের সাক্ষাত হয়েছে মাত্র একবার। ২০১৬ সালে এশিয়া কাপের ম্যাচে মিরপুর স্টেডিয়ামে আমিরাতকে ৫১ রানে হারিয়েছিল মাশরাফি বাহিনী।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।