ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কেমন হবে ওপেনিং জুটি? মুখ খুললেন না সোহান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১০:০১

দুবাইয়ে অনুশীলনে সোহান৷ ছবি: বিসিবি দুবাইয়ে অনুশীলনে সোহান৷ ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস। এশিয়া কাপে তার অনুপস্থিতিতে দুই ম্যাচে চারজনকে দিয়ে ওপেনিং করিয়েছিল বাংলাদেশ দল। নাঈম শেখ-এনামুল হক বিজয় এখন দলের বাইরে। মেহেদী হাসান মিরাজ-সাব্বির রহমান আছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে।

নতুন করে যুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। টি-টোয়েন্টি দলের ওপেনিংয়ের বিবেচনায় আছেন সবাই। তবে শুধু লিটন দাসের স্থানই পাকা বলা যায়।

আবার মুশফিকুর রহিম না থাকায় লিটনকে মিডল অর্ডারের ভার দেয়ার বিকল্প চিন্তার কথাও শোনা গিয়েছিল। সবমিলিয়ে কেমন হবে বাংলাদেশের ওপেনিং জুটি? এ প্রশ্নের উত্তর মিলবে রোববার আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে।

তবে ম্যাচের আগে ওপেনিং জুটি নিয়ে সুস্পষ্ট কিছুই বলেননি অধিনায়ক নুরুল হাসান সোহান। শনিবার অনুশীলনের আগে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে নির্দিষ্ট করে কারও নাম নিতে চাচ্ছি না, কালকে যেহেতু ম্যাচ হবে। অবশ্যই আমাদের সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামার চেষ্টা করব। সামনে আমাদের নিউজিল্যান্ড ও বিশ্বকাপ আছে, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ম্যাচেও সেটা অনুসরণ করার চেষ্টা করব।’ 

আমিরাতের বিরুদ্ধে সিরিজ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে পেতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে দুটি সিরিজেই কমবেশি পরীক্ষা-নিরীক্ষা দেখা যেতে পারে একাদশে।

শনিবার সোহানের কথায়ও সেই সুর পাওয়া গেল, ‘অবশ্যই একটা চিন্তা থাকবে, বিশ্বকাপের সম্ভাব্য একাদশটা যেন আমরা দাঁড় করাতে পারি। তার আগে আমাদের এখানে দুইটা ম্যাচ আছে, নিউজিল্যান্ডে ম্যাচ আছে। আমাদের যে সেরা কম্বিনেশন সেটা খোঁজার চেষ্টা করা হবে। বিশ্বকাপে হয়তো একেক দিন একেক দলের সাথে ম্যাচ থাকবে। এখানে আমাদের জন্য ভালো একটা অপশন সম্ভাব্য সেরা ভারসাম্যটা খুঁজে বের করার।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।