ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৮

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে স্বাগতিক আরব আমিরাত ও বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই সফরে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনকে৷ এছাড়া সিপিএলে খেলা আরব আমিরাত সফরেই নেই কাপ্তান সাকিব।

এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা ব্যাটার লিটন দাস ও ইয়াসির আলী। দলে ফিরেছে দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামও৷ ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। 

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মোসাদ্দেক সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও শরিফুল ইসলাম। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।