স্বস্তির জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৪

নট আউট ডেস্কঃ আগের ম্যাচেই আরব আমিরাতকে হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে এসেই চেনা ছন্দ ফিরে টাইগাররা। যদিও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আগে ব্যাট করে দারুণ শুরুর পরও, সংগ্রহটা বড় করতে ব্যর্থ হয়েছে নুরুল হাসান সোহানের দল। এদিন আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৬৯ রান।
জবাবে অধিনায়ক সিপি রিজওয়ানের হাফ সেঞ্চুরি ও বাসিল হামিদের ৪২ রানে ভর করে লড়াইয়ের চেষ্টা করে আরব আমিরাত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। ফলে ৩২ রানের জয় পায় বাংলাদেশ। এর মধ্যে দিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের পর, এই প্রথম টানা দুই টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টাইগাররা।
১৭০ রানে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। দলীয় ৯ রানের মাথায় বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদকে। ফেরান ৫ রান করা চিরাগ সূরিকে। এরপর আরিয়ান লাকরাকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মোহাম্মেদ ওয়াসেম। তবে এই জুটি বড় হওয়ার আগেই আঘাত হানেন তাসকিন।
দলীয় ২৭ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করা ওয়াসেমকে ফেরান এই পেসার। পরের ওভারে এসেই জোড়া ধাক্কা দেন মোসাদ্দেক সৈকত। পরপর দুই বলে ফেরান অরবিন্দ ও লাকরাকে। ২৯ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা৷ পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক সিপি রিজওয়ান ও বাসিল হামিদ। এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে আরব আমিরাত।
টাইগার বোলারদের দারুণ সামলে পঞ্চম উইকেট জুটিতে দু'জনই গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই ম্যাচে ফেরার চেষ্টা করে আরব আমিরাত। এই দু'জনের ব্যাটে চড়ে স্বাগতিকরা পেরোয় একশ রানের গণ্ডিও। জয়ের জন্য শেষ চার ওভারে আরব আমিরাতকে মেলাতে হতো ৬৬ রানের সমীকরণ। ১৭তম ওভারে বোলিংয়ে এসে সাইফ ১১ রান খরচ করলেও, পরের ওভারেই তাসকিন খরচ করেন ৩ রান।
১৯তম ওভারে বোলিংয়ে এসে, বাসিল হামিদ ও সিপি রিজওয়ানের রেকর্ড জুটি ভাঙেন এবাদত হোসেন। ৪ চারে ৪০ বলে ৪২ রান করা হামিদকে ফেরান এই পেসার। এরপর হাফ সেঞ্চুরি তুলে নেন আরব আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে স্বাগতিকরা।
৩২ রানের জয়ে দুই ম্যাচ সিরিজ ২-০ তে জিতে নিল বাংলাদেশ। দলের পক্ষে দুই উইকেট শিকার করেন মোসাদ্দেক সৈকত। তাসকিন, এবাদত ও নাসুম নেন একটি করে উইকেট। ২টি করে চার ও ছক্কায় আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক সিপি রিজওয়ান।
এর আগে টস হেরে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার মেহেদী হাসান মিরাজ। এছাড়া ২৫ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। শেষ দিকে ইয়াসির আলী ২১ ও সোহান অপরাজিত থাকেন ১৯ রান করে। আরব আমিরাতের পক্ষে দুই উইকেট নেন আফজাল খান।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: