ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শীর্ষস্থান হারালেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:৪০

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব পর পর দুই ম্যাচে সেরা হলেও টি-টোয়েন্টি অলরাউন্ডার তালিকায় হারিয়েছেন শীর্ষ স্থান। সাকিবকে টপকিয়ে বর্তমানে সবার উপরে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। 

 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে সাকিব না থাকায় মূলত পিছিয়ে পড়েছেন। ২৪৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে দুইয়ে তিনি। অপরদিকে ২৪৬ রেটিং পয়েন্টি নিয়ে শীর্ষে নবি। সেরা পাঁচের বাকি তিন স্থানে কোন পরিবর্তন ঘটেনি। যথারীতি তিনে আছেন মঈন আলি, চারে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং পাঁচে আছেন হার্দিক পান্ডিয়া।

 

এদিকে বাবর আজম ও এইডেন মার্করামকে পেছনে ফেলে দুইয়ে জায়গা করে নিয়েছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন সূর্যকুমার। তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে ৩৫ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এমন ইনিংসের প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।