ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

‘যেমন খুশি, তেমন সাজো’র মতো চলছে বাংলাদেশ দল!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৪

ফারুক আহমেদ। ছবি সংগৃহীত ফারুক আহমেদ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান বাংলাদেশ দলকে নিয়ে সমর্থকদের চাহিদা আকাশচুম্বী। মূলত ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা নিঃস্বার্থ। তবে সমর্থকদের চাহিদা পূরণ হচ্ছে না বাইশ গজে। ফলে তারাও সমালোচনা করছে সর্বোচ্চভাবেই। এদিকে বাংলাদেশ দল যেমন খুশি, তেমন সাজোর মতো করে চলছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। 

 

ফারুক বলেন, ‘‘দলটি চলছে আসলে ‘যেমন খুশি, তেমন সাজো’র মতো করে। কোনো পরিকল্পনাই তো চোখে পড়ছে না। এমন তো নয় যে বিশ্বকাপের দিন-তারিখ এই সেদিন ঠিক হয়েছে। এত বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ম্যানেজমেন্টের ঘুম ভাঙল কিনা এখন!’’

 

দীর্ঘ সময় ধরেই ওপেনার সংকট কাটছে না বাংলাদেশ দলের। বর্তমানে সেই দায়িত্বে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। যদিও কোথাও কোন পারফর্ম করে নি। অবশ্য ব্যাটিং কোচ জেমি সিডন্স সাব্বিরে মুগ্ধ হয়েছে আরব আমিরাতের বিপক্ষে হাকানো ছয়ে। যদিও বলটি ছিল ফ্রি হিট।

 

জেমি সিডন্সের মন্তব্য প্রসঙ্গে ফারুক বলেন, পুরো জাতীয় দলটিই এখন দিনের পর দিন সবাইকে ভুল বার্তা দিয়ে যাচ্ছে। জেমির এই বক্তব্য বিচ্ছিন্ন কোনো ঘটনা না। যখন ব্যাখ্যা দেওয়ার কিছু থাকে না, তখনই এ রকম মন্তব্য শোনা যায়। এ রকম হলেই বোঝা যায় এই দলটির মধ্যে বিরাট সমস্যা লুকিয়ে। ’ 

দল গঠনের প্রক্রিয়া নিয়েও কম ক্ষুব্ধ নন ফারুক, ‘‘দল গড়ার (বিশ্বকাপ স্কোয়াড) আড়ে শ্রীরাম তিন দিনের জন্য এসে বললেন যে, ‘আমরা ইমপ্যাক্ট খেলোয়াড় খুঁজছি। ’ এটি তো অনেকটা আগের দিন রাতে পরিকল্পনা করার মতো ব্যাপার হয়ে গেল। ইমপ্যাক্ট খেলোয়াড় খুঁজবেন, ভালো কথা। সেটি তো শুরু করবেন এক-দেড় বছর আগে থেকেই। ইমপ্যাক্টের কথা বলে যাকে নিয়েছে, তাকে আবার খেলায়নি। শান্তকে (নাজমুল হোসেন) কি খেলিয়েছে? ওকে কি লুকিয়ে রাখছে? টিম ম্যানেজমেন্ট পুরো দল নিয়ে রীতিমতো উপহাস শুরু করেছে। ’’

 

আসন্ন বিশ্বকাপে বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো কিছু করবে বলেও আশা করেন না ফারুক। তিনি বলেন ‘‘এখন দলটির অবস্থা দেখুন। কোনো স্থিরতা নেই ওপেনিংয়ে। আপনি বিশ্বকাপ খেলতে চলে যাচ্ছেন আনকোরা দুজন ওপেনার নিয়ে। মিডল অর্ডারে আছে সিরিয়াস অভিজ্ঞতার অভাব। ‘ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে’ ধরনের ব্যবস্থায় বিশ্বাস রেখে যাচ্ছেন আপনি। এই দল যদি ভালো কিছু করেও, সেটি হবে ‘ঝড়ে বক মারা’র মতো কিছু। এমন হয় না যে ক্রিকেটে কোনো দিন হুটহাট কিছু ঘটে যায়। তবে সেটি কিছুতেই সার্বিক পরিকল্পনার ফসল হবে না। ’’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।