ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপ জার্সিতে সুন্দরবন ও জামদানির ছোঁয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২৩:১৪

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি। ছবি সংগৃহীত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ জার্সির উন্মাদনা বাংলাদেশের জাতীয় জীবনের পুরনো ঐতিহ্য। ফুটবল, ক্রিকেটের বৈশ্বিক আসরে সেটা চূড়ান্ত রুপ পায়। গত কয়েক বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। বিশ্বকাপ আসলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে জার্সি।


সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। যেমনটা সর্বত্র প্রতিবাদ, সমালোচনার ঝড় উঠায় ২০১৯ বিশ্বকাপের জার্সিই একবার পরিবর্তন করতে হয়েছিল বিসিবিকে।


অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে। নিজস্ব ফেসবুক পেজে ভিডিও প্রকাশের মাধ্যমে জার্সি উন্মোচনের কাজ শেষ সেরেছে বিসিবি। শুক্রবার রাতে দেশত্যাগের আগে জাতীয় দলের ক্রিকেটাররাও নিজেদের বিশ্বকাপ জার্সি নিয়ে উড়াল দিয়েছেন।


এবার জার্সির মূল থিম করা হয়েছে সুন্দরবনকে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ফুটিয়ে তোলা হয়েছে জার্সিতে। সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগারের মুখ শোভা পাচ্ছে জলছাপের মাধ্যমে। এছাড়া দেশের ঐতিহ্য জামদানি শাড়ির ছোঁয়া রয়েছৈ জার্সিতে।


বুকের দুই পাশে বিসিবি ও বিশ্বকাপের লোগো থাকছে। বুকের নিচে সাদা রঙে লেখা আছে দেশের নাম। অতীতের মতো এবারও বিশ্বকাপ জার্সির ডিজাইন করেছে স্পোর্টস এন্ড স্পোর্টজ। জার্সিতে ব্যবহার করা হয়েছে বিশেষ জ্যাকার্ড ফেব্রিক।

 


বিশ্বকাপে এই জার্সি ব্যবহার করা হবে। সবুজ রঙকে হোম ও লাল রঙকে অ্যাওয়ে জার্সি হিসেবে ব্যবহার হবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।