ত্রিশ মাসে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের আশা
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ০৬:৩২

স্পেশাল করেসপন্ডেন্ট:.নিজস্ব জমিতে, নিজস্ব স্থাপনা। বিসিবির সেই স্বপ্ন পূরণের ক্ষেত্র পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম। ২০১৯ সালে উদ্যোগ নিলেও বিসিবি এখন স্টেডিয়াম নির্মাণের কাজ শুরুর দুয়ারে আসতে পেরেছে।
গত আগস্টে ‘দ্য বোট’ খ্যাত স্টেডিয়ামের ডিজাইন ও কনসাল্টিংয়ের জন্য অস্ট্রেলিয়ায়ান কোম্পানি পপুলাস আর্কিটেকচারকে পরামর্শক নিয়োগ করেছিল বিসিবি। এখন নির্মাণ কাজ শুরুতে হলে কোম্পানিটির সঙ্গে চুক্তি করতে হবে। যেখানে প্রয়োজন বোর্ডের অনুমোদন। রোববার মিরপুর স্টেডিয়ামে সপ্তম বোর্ড সভায় বিসিবির পরিচালকরা চুক্তির অনুমোদন দিয়েছেন।
খুব শিগগিরই বিসিবি ও পপুলাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। চুক্তির পর ৬ মাসের মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করতে হবে এই কোম্পানিকে। আর চুক্তির পর ৩০ মাসের মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হবে।
রোববার বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন, ‘পপুলাস আর্কিটেকচারকে ডিজাইনের কাজ দেয়া হয়েছে। তাদের সঙ্গে একটা চুক্তি হবে। সেটার অনুমোদন আজকে (গতকাল) দেয়া হয়েছে। তাদের সঙ্গে যে কোনো সময় আমাদের চুক্তি হবে। আমরা প্রস্তুত আছি, কাগজ পত্র তৈরি হয়ে গেছে। চুক্তি স্বাক্ষর হওয়া বাকি আছে। চুক্তি হওয়ার পর তাদেরকে ৬ মাসের মধ্যে কাজ শুরু করতে হবে।’
নির্মাণ কাজ সম্পন্ন হতে কত সময় লাগবে জানতে চাইলে রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমাদের ৩০ মাসের একটা টাইমলাইন করা আছে। কনসালটেন্ট চুক্তির তারিখ থেকে।’
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: