ক্রাইস্টচার্চে দলের সঙ্গে নেই সাকিব-ডোনাল্ড
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ০৫:০০

স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তিনদিন কাটিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখনও দলের সঙ্গে যোগ দেননি অধিনায়ক সাকিব আল হাসান। শুধু সাকিবই নন, ক্রাইস্টচার্চে পৌঁছাতে পারেননি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।
তাদেরকে ছাড়াই লিঙ্কনে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন লিটন-মুস্তাফিজরা।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিব ক্রাইস্টচার্চে পৌঁছাবেন ৬ অক্টোবর। ডোনাল্ড যুক্ত হবেন ৯ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এই ম্যাচে সাকিবের খেলা অনিশ্চিত।
সাকিবের বিলম্বের কারণ ফ্লাইট জটিলতা। জালাল ইউনুস বলেন, ‘টিকিট কেটে যাওয়ার কথা ছিল (সাকিবের)। লস অ্যাঞ্জেলস থেকে যেতে পারেননি। টিকিটটা ছিল তাহিতি (প্রশান্ত মহাসাগরের পাশের দেশ) হয়ে। এখন আবার নতুন করে টিকিট করতে হয়েছে। এখন খেলার আগের দিন গিয়ে পৌঁছাবে।’
ডোনাল্ড নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে বাংলাদেশের ড্রেসিংরুমে থাকবেন না। মঙ্গলবার বিসিবির এ পরিচালক বলেন, ‘ডোনাল্ড নিজে টিকিট বুকিং দিয়েছিলেন, সেই টিকিট কাটতে পারেননি। পরে বিসিবির কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা যেটা ব্যবস্থা করেছি তাতে উনি ৯ অক্টোবর গিয়ে পৌঁছাবেন।’
-নট আউট/এমজেএ/ এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: