ওপেনার দিয়েই ইনিংস শুরু করানো উচিত
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ০২:৫২

নট আউট ডেস্কঃ মেকশিফট ওপেনার দিয়েই চলছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ইনিংস শুরুর কাজ। অথচ দলেই রয়েছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। এছাড়াও সাব্বির-মিরাজে কাজের কাজ হচ্ছে এমনটিও না। এমন পরিস্থিতিতে ওপেনার দিয়েই ইনিংস শুরু করানো উচিত বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ওপেনিং ইস্যুতে তামিম বলেন, 'আমার কাছে মনে হয়, যারা ওপেন করে, তাদের দিয়েই ওপেন করানো উচিত। তবে এটার পেছনে (মেকশিফট ওপেনার) যদি কোনো পরিকল্পনা থাকে, আমি সেটাকে ভুল বলতে পারব না। '
তামিমের অবর্তমানে এখন কেউ ঢাল হয়ে এই পজিশনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। ইমপ্যাক্টে সাব্বির-মিরাজের উপর আস্থা রাখলেও তারাও করতে পারছেন না দারুণ কিছু। উল্টো স্লো ব্যাটিংয়ে দলকে বিপদেই ফেলছেন। তবে তাদের বাতিলের খাতায় রাখছেন না তামিম।
মেকশিফট ওপেনার প্রসঙ্গে তামিম বলেন, 'রোহিত শর্মার উদাহরণ তো আছেই। ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারদের একজন সে। সে তো ওপেনার ছিল না। কেউ পরিকল্পনা করেছে, সে ওপেন করেছে এবং ২৫টি সেঞ্চুরি করেছে (আসলে তিন সংস্করণ মিলিয়ে ওপেনিংয়ে নেমে রোহিতের সেঞ্চুরি ৩৬টি)। আমি কাউকে বাতিল করে দিতে চাই না। মিরাজকেও না, সাব্বিরকেও না। যথেষ্ট সুযোগ তাদেরকে দেওয়া হোক। যদি কাজে না দেয়, তাহলে হলো না। তখন বদলানো যাবে। '
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: