ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ভারতে মিঠুনদের দাপট, জিতল ইনিংস ব্যবধানে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০৬:০৯

এ দলের হয়ে দুর্দান্ত শতক মিঠুনের ব্যাটে। ফাইল ছবি এ দলের হয়ে দুর্দান্ত শতক মিঠুনের ব্যাটে। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দাপুটে জয়ে ভারত সফর শুরু করেছে বাংলাদেশ ‘এ’। দুটি চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে তামিলনাড়ু একাদশকে ইনিংস ও ৪ রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। 

চেন্নাইয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৫৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ৮৯ রান। 

জবাবে রেজাউর রেজাদের বোলিং তোপে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ু একাদশ। পেসার রেজাউর রেজা একাই নেন ৫ উইকেট। তাইজুলের শিকার ৪ উইকেট। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি তামিলনাড়ু।

দলীয় একশ পার করার আগেই হারায় ৬ উইকেট। তবে লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় ইনিংস হার প্রায় এড়িয়ে ফেলে তামিলনাড়ু। তবে তীরে এসে ইনিংস হার এড়াতে ব্যর্থ হয় তারা।

তাইজুলদের তোপে শেষ পর্যন্ত ২৫২ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ু। ফলে ইনিংস ও ৪ রানের দুর্দান্ত জয়ে ভারত সফর শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল একাই নেন ৫ উইকেট। তামিলনাড়ুর পক্ষে অশ্বিন ক্রেস্ট ৫৭ ও অজিত রাম করেন ৫৫ রান। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।