বিশ্বকাপ শেষে দেশে ফিরল টাইগাররা
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ২০:২৯

নট আউট ডেস্কঃ দুই জয় ও তিন পরাজয় নিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা।
গতকাল সকাল ১০টায় অ্যাডিলেইড থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় লিটন-শান্তরা। তাদের সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসান থাকলেও তিনি সিঙ্গাপুর দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরেন। অপরদিকে অস্ট্রেলিয়ায় কিছুদিন থাকার পরিকল্পনায় দলের সঙ্গে ফিরেননি মেহিদা হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান।
প্রথমবারের মত বিশ্বকাপ মঞ্চে দুই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এছাড়াও সম্ভাবনা জেগেছিল সেমিফাইনাল খেলার। তবে পাকিস্তানের সাথে হারে সেই স্বপ্নের ইতি ঘটেছে গেল রবিবার।
বিশ্বকাপ যাত্রা শেষ হলেও এবার বাংলাদেশের সেরা সাফল্য ছিল বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব। অধিনায়ক জানান, ফলাফলের দিক থেকে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সেরা পারফরম্যান্স।
নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: