সিরিজ রক্ষায় ব্যর্থ বিসিবি একাদশ, দ্বিতীয় ম্যাচে হার ১১২ রানে!
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০৮:৪১

নট আউট ডেস্ক: তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছিল বিসিবি একাদশ৷ ব্যতিক্রম কিছু হয়নি দ্বিতীয় ম্যাচেও৷ এদিন মোহাম্মদ মিঠুনের দলের হার ১১২ রানে৷
এদিনও প্রথমে ব্যাট করে স্বাগতিকরা৷ বৃষ্টি বাগড়ার মাঝেও শাহরুখ খানের ঝড়ো সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪৭ ওভারে ৩০৬ রান তুলে তামিলনাড়ু৷ ৬৯ বলে ৭টি চার ও ৪টি ছয়ের মারে ১০০ রান করে অপরাজিত ছিলেন শাহরুখ।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা৷ শেষ পর্যন্ত ৪১ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ একাদশ। বৃষ্টির কারণে আর খেলা না হওয়াতে বাংলাদেশ হারে ১১২ রানে।
তৌহিদ হৃদয় ৭৩ ও জাকের আলী অনিক ৩৬ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের শুরুতে মাহমুদুল হাসান জয় শূন্যরানে ফেরেন, ২৪ রানের বেশি করতে পারেননি এনামুল হক বিজয়। তিনে নেমে সাইফ হাসান ৩০ রান করেন। মাঝে মুমিনুল হক ৬ ও মোহাম্মদ মিঠুন ১ রানে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ একাদশ।
তামিলনাড়ুর হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সিলামবারাসান। ১টি করে উইকেট নেন সনু যাদব, সিদ্ধার্থ ও সঞ্জয় যাদব।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, নাঈম ইসলাম ও এনামুল হক বিজয়।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: