ফরম্যাট ভেদে আলাদা কোচের পরিকল্পনা নেই বিসিবির
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০২:৫৪
-2022-11-28-15-54-19.jpg)
নট আউট ডেস্কঃ ফরম্যাট ভেদে হেড কোচ নিয়োগে সফল ইংল্যান্ড ক্রিকেট দল। লাল বলের ক্রিকেটে উত্থান করেছে বাজবল তকমা। তেমনি সাদা বলের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে হয়েছে চ্যাম্পিয়ন।
ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বলেছিলেন ট্রফি জিততে অনেকে এখন ইংল্যান্ডকে অনুসরণ করবে। তবে আপাতত এমন কিছু ভাবছে না বিসিবি।
ফরম্যাট ভেদে আলাদা কোচ নিয়োগ প্রসঙ্গে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, 'এখনও ওই ধরনের কোনো চিন্তাভাবনা নেই। তিনটা সংস্করণ যদি দেখি, তাহলে সবচেয়ে খারাপ অবস্থা ছিল টি-টোয়েন্টিতে। এই সংস্করণে খুবই খারাপ করছিলাম। খুবই খারাপ মানে একেবারে নিচের দিকেই যাচ্ছিলাম। সে জন্য আমরা একটা সিদ্ধান্ত নেই, এই সংস্করণে কিভাবে আমুল পরিবর্তন আনা যায় – মাইন্ডসেটে। তাতে করে যে জিতে যাব, তা নয়।'
গেল এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে পরিবর্তন এনেছে বিসিবি। কোচ রাসেল ডমিঙ্গোকে সড়িয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রীধরন শ্রীরামকে।
এ প্রসঙ্গে পাপন বলেন, আমাদের একটা পরিকল্পনা ছিল। সে জন্য আমরা বড় পরিবর্তন এনেছি। শুধু কোচিংয়ে না, খেলোয়াড়ও পরিবর্তন করেছি। যেহেতু ওয়ানডেতে বাংলাদেশ দল এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে, তাই সেটা ভাঙার চিন্তা করিনি। যদি কখনও মনে হয় করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমরা করব।'
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: