সাকিব-এবাদতে বিধ্বস্ত ভারত, জিততে হলে চাই ‘১৮৭’
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ০২:১০

চর্তুথবারের মতো ৫ উইকেট সাকিবের৷ গেটি ইমেজ
চর্তুথবারের মতো ৫ উইকেট সাকিবের৷ গেটি ইমেজনট আউট ডেস্কঃ মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব-এবাদতদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ওয়ানডে ক্যারিয়ারে চর্তুথ বারের মতো ৫ উইকেট নেন সাকিব আল হাসান। ৪ উইকেট নেন এবাদত।
এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারী ভারতের। সাকিবের তোপে দলীয় পঞ্চাশ পার করার আগেই ৩ উইকেট হারায় দলটি। ৭ রান করা শিখর ধাওয়ানকে ফেরানোর পর, এক ওভারেই রোহিত শর্মা (২৩) ও বিরাট কোহলিকে (৯) ফেরান সাকিব।
বিজ্ঞাপন

undefined
চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরেন ইনফর্ম শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। এই দু'জনের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। দলীয় ৯২ রানের মাথায় আইয়ারকে (২৪) ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান এবাদত হোসেন। পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লোকেশ রাহুল-ওয়াশিংটন সুন্দররা।
দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। চাপের মুহুর্তে দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল। এরপর আবারো ভারতীয় শিবিরে ধাক্কা দেন সাকিব। ১৫২ রানের মাথায় ১৯ রান করা সুন্দরকে ফেরান তিনি। পরের ওভারেই শাহবাজ আহমেদকে ফিরিয়ে ভারতকে ব্যাকফুটে ফেলে দেন এবাদত।
ব্যক্তিগত নিজের সপ্তম ওভারে এসেই জোড়া আঘাত হানেন সাকিব। ফেরান শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে। সেই সাথে পূর্ণ করেন ইনিংসে নিজের পাঁচ উইকেটও। ৪ রানের ব্যবধানে ৪ উইকেট খুইয়ে ভারতের গুটিয়ে যাওয়া তখন ছিল কেবল সময়ের ব্যাপার মাত্র। শেষ দিকে রাহুলের ব্যাটে দলীয় সংগ্রহটা বাড়ানোর চেষ্টা করে ভারত।
শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করতে পারে ১৮৬ রান। ৫ চার ও ৪ ছক্কায় ৭০ বলে ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন কেএল রাহুল। বাংলাদেশের পক্ষে ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে এবাদত হোসেন নেন ৪ উইকেট।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: