চোট পেয়ে হাসপাতালে মোসাদ্দেক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২ ২০:৩২

নট আউট ডেস্কঃ অনুশীলনের সময় আঘাত পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সোমবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 'এ' দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান তিনি।
অনুশীলনের সময় একটি বল মোসাদ্দেকের উরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আর অনুশীলন চালিয়ে যেতে পারেননি তিনি। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
বর্তমানে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি আছেন মোসাদ্দেক। তার চিকিৎসা চলছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ভারত 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচটি খেলার জন্য দলের সঙ্গে সিলেটে অবস্থান করছিলেন মোসাদ্দেক। এবার চোট পাওয়ায় তার ম্যাচ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এর আগে একই দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে খেলেছিলেন মোসাদ্দেক। কক্সবাজারে ভারত 'এ' দলের বিপক্ষে প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংস সুবিধা করতে পারেননি।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: