বাংলাদেশ-ভারত
৩০০ করতে না পারার আপসোস ইশানের
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২ ০৭:২১

নট আউট ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ৷ ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে সাগরীকায় টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস৷ ম্যাচের একেবারে শুরুতেই উইকেট পড়েছিল ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের৷ তবে সেই আনন্দ ভালোভাবে উপভোগ করা হয়নি স্বাগতিকদের৷ কেননা দ্বিতীয় উইকেটে ২৯০ রানের জুটি গড়েছিলেন বিরাট কোহলি ও ইশান কিষাণ৷
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণের দিনে অনবদ্য ইশান৷ ব্যক্তিগত রানকে পরিণত করেছেন দ্বিশতকে৷ প্যাভিলিয়েন মাথা উঁচু করে ফেরার আগে করেছেন ২১০ রান৷ মাঠে আরও কিছু সময় থাকলে ৩০০ করতে পারতেন বলে মনেও করেন এই ব্যাটার৷
প্রথম ইনিংস শেষে কুইক ইন্টারভিউতে ইশান বলেন, ‘ব্যাট করার জন্য উইকেট অনেক ভালো। আমার ইচ্ছা খুবই পরিস্কার। আমি খুবই খুশি যে আমার নামটি এখনও বেশ কিছু কিংবদন্তির সঙ্গে যুক্ত হয়ে গেলো। ১৫ ওভার (১৪.২ ওভার) বাকি থাকতেই আমি আউট হয়ে গিয়েছিলাম। (যদি না হতাম, তাহলে) আমি ৩০০ রানও করতে পারতাম।’
‘বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাটিং করেছি। আমি যে সব বোলারকে মেরে খেলতে পছন্দ করছিলাম তিনি আমাকে তাদের বিপক্ষে ব্যাট করার সুযোগ এনে দিয়েছিলেন। আমাকে পরামর্শও দিয়েছিলেন। আমি যখন ৯৫ রানে ছিলাম, তখন ছক্কা মারতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে শান্ত করেন। বললেন, এটা আমার প্রথম সেঞ্চুরি হতে যাচ্ছে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: