সুযোগ পেলে স্থায়ীভাবে অধিনায়কত্ব করবো : লিটন
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২ ২১:৪২

নট আউট ডেস্কঃ ইনজুরির কারনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হয়নি নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের। সিরিজ শুরুর দিন দুয়েক আগে দায়িত্ব পেয়েছিলেন লিটন দাস। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচেই তার নেতৃত্বে জয় পায় স্বাগতিকরা। নিজে ব্যাট হাতে খুব ভালো কিছু করতে না পারলেও এক সুতোয় বেঁধেছিলেন সকলকে।
তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ রান চাপায় পড়লেও আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথায় জানিয়েছিলেন কাপ্তান লিটন।একই সাথে জানিয়েছেন সুযোগ পেলে স্থায়ীভাবে নেতৃত্ব নিতেও রাজি তিনি।
ম্যাচ শেষে এক প্রশ্নে লিটন বলেছেন, ‘অবশ্যই। যদি বিসিবি আমাকে সুযোগ দেয়, আমি একই ব্যাপার করবো। আমি আজকে খুশি নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য। ’
ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘৪০০ রানের পর দলের মধ্যে কথা একটাই ছিল-আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। আক্রমণের সঙ্গে উইকেট রাখার চিন্তা ছিল। তবে আপনি যখন আক্রমণ করবেন, কিছু সময় উইকেট চলেই যাবে। যদি জিনিসটা এমন হতো ২০ ওভারে ১২০ রানে ১ উইকেট; তখন ব্যাপারটা আলাদা হতো। এটা আমরা করতে পারিনি। পরে যদি কখনো এমন অবস্থা হয় ৩৬০-৭০ হয়, এরকম ক্রিকেটই খেলবো। নিশ্চিত করবো যেন হাতে উইকেট থাকে। ’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: