ভারতকে অলআউট করতে না পারার আক্ষেপ তাইজুলের
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ১০:০৯

নট আউট ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে খানিকটা অস্বস্তি নিয়েই শেষ করেছে ভারত। এদিন টস জেতা সফরকারী ভারত তুলেছে ২৭৮ রান, যদিও ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। আপাত দৃষ্টিতে প্রথম দিনে দাপট দেখিয়েছে টাইগার বোলাররাই৷ তবে দিনটা স্বাগতিক বাংলাদেশ চাইলে নিজেদেরই করে নিতে পারত, কিন্তু একাধিক সহজ ক্যাচ মিসের সঙ্গে ভাগ্যের সহায়তা না পাওয়ায় সেটি আর হয়ে উঠেনি।
এদিন ভারতের হয়ে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আইয়ার। তবে দু'জনেরই সহজ ক্যাচ ফেলেছে সোহান-এবাদতরা। আবার এবাদতের বলেই বোল্ড হয়েও বেইল না পড়ায় একবার ত জীবনই পেয়েছেন আইয়ার। তাতেই প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে হাঁটছে ভারত।
চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনেই ভারত হারায় ৩ উইকেট। যার মধ্যে শুভমান গিল ও বিরাট কোহলিকে ফিরিয়েছেন তাইজুল। এরপর শেষ সেশনে গিয়ে শতকের দারপ্রান্তে থাকা চেতেশ্বর পুজারার (৯০) উইকেট তুলে ভারতকে অস্বস্তিতে ফেলার কাজটাও দারুণভাবে করেছেন টাইগার স্পিনার। তবে এতটুকুতে স্বস্তি খুঁজে পাচ্ছেন না তাইজুল। ভারতকে প্রথম দিন অলআউট করতে না পারার আক্ষেপের পুড়েছেন দিনের সবচেয়ে সফল বোলারটি।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘এটা (অলআউট করা সম্ভব ছিল) বলতে পারেন। ১০-১৫ ওভার থাকতেই হয়তো পারতাম (অলআউট করতে)। তখন পাঁচ-ছয়টা উইকেট পড়ে যেত, যদি আমরা সুযোগগুলো নিতে পারতাম। অলআউট করা সম্ভব ছিল। অসম্ভব ছিল না সেটা বলতে পারেন।’
দিনের খেলা শেষ হওয়ার আগেও একবার অক্ষর প্যাটেলকে ফেরানোর সুযোগ পেয়েছিলেন তাইজুল। তবে তার ব্যাট, প্যাড হয়ে শর্ট লেগে দাঁড়ানো জাকির হোসেনের হাত অব্দি পৌঁছালেও, বাংলাদেশের আবদনে আম্পায়ার দেয়নি সাড়া। উইকেট রক্ষক সোহান আত্নবিশ্বাসী ছিল না বলেই রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে, টিভি রিপ্লেতে দেখা যায়, আউট ছিলেন প্যাটেল। যদিও দিনের শেষ বলেই এই ভারতীয় ব্যাটার ফিরেছেন মিরাজের শিকার হয়ে।
রিভিউ না নেওয়া প্রসঙ্গে তাইজুল বলেন, ‘যারা উইকেটকিপার বা সিলিতে থাকে, তারা তো কাছে থাকে। তাই না? এরা আসলে আওয়াজটা ভালোভাবে পায়, যে কোনটা ব্যাটে আর কোনটা প্যাডে লেগেছে। তাদের একটা মতামত নেওয়া হয়। অনেক সময় বোলারেরও নেওয়া হয়। কারণ বোলার সোজা থেকে ভিউটা ভালো বোঝে।’
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: