দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে ফিরলেন নাসুম
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ ০৪:১০

ডাক পেয়েছেন নাসুম আহমেদ। ফাইল ছবি
ডাক পেয়েছেন নাসুম আহমেদ। ফাইল ছবিনট আউট ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে সফরকারী ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের হতশ্রী ব্যাটিং, দ্বিতীয় ইনিংসে পুষিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৮৮ রানের বড় হার সঙ্গী হয় বাংলাদেশের ।
এদিকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে চমক না থাকলেও, ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন এনামুল হক বিজয়।
বিজ্ঞাপন

undefined
প্রথম টেস্টের বাংলাদেশ দল ছিল ১৭ সদস্যের। তব্র শেষ টেস্টের দল ১৫ জনের। প্রথম টেস্টে চোটের কারণে ভালোভাবে বোলিং করতে না পারা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান থাকছেন শেষ ম্যাচেও। তবে বোলিংয়ে অনিশ্চয়তা থাকায় টেস্ট দলে প্রথমবার বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে ডাকা হয়েছে। একই সঙ্গে এবাদত-শরিফুলদের চোটে দলে রয়েছেন আরেক পেসার রেজাউর রাজা।
আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের টেস্ট দল : জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: