শ্রীরামকে নিয়মিত কোচ করার পরিকল্পনায় বিসিবি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ০১:৩৬

নট আউট ডেস্কঃ গেল এশিয়া কাপ থেকে অস্ট্রেলিয়ায় অনুুষ্ঠিত বিশ্বকাপ, এই সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দেখভাল করেছিলেন শ্রীধরণ শ্রীরাম। তার কোচিংয়ে সম্ভবত ভালো ভাবেই মুগ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কেননা বিশ্বকাপ চলাকালীন সময়ে তিনি জানিয়েছিলেন বিশ্বকাপের পরও শ্রীরামকে দলের সঙ্গে চান তিনি।
বিশ্বকাপ শেষ হয়েছে অনেকদিন হয়েছে। সাময়িক চুক্তি শেষে শ্রীরামও ফিরেছেন নিজ দেশে। এই কোচকে নিয়ে বিসিবির পরিকল্পনার একাংশ জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস
ইএসপিএন ক্রিকনইনফোকে জালাল ইউনুস বলেন, ‘আমরা তাকে (শ্রীরাম) টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে নিয়ে এসেছিলাম। আমরা তাকে একজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করছি, আশা করি সে ফিরবে। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। তবে আমরা তাকে নিয়মিত কোচ হিসেবে চাই। আমরা তার অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিইনি।’
তিনি আরও বলেন, ‘সে একজন চিন্তাশীল এবং কার্যকরী কোচ। সে খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কাজ করে। সে খেলোয়াড়দের ভালোভাবে বুঝতে পারে। তিনি দ্রুতই হতাশ হন না। সে সবসময় খেলোয়াড়দের প্রতি ধৈর্য ও আত্মবিশ্বাস দেখায়।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: