মুমিনুলের প্রতিরোধের পরও চাপে বাংলাদেশ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০১:১৮

নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন, দুই ওপেনারকে হারালেও খুব একটা খারাপ সেশন পার করেনি বাংলাদেশ। তবে, দ্বিতীয় সেশনে গিয়েই খেই হারিয়েছে সাকিব-মুশফিকরা। তাতেই চা বিরতিতে যাওয়ার আগে চাপে পড়েছে বাংলাদেশ। বাকিদের ইনিংস থিতু না হলেও, একাই লড়ে যাচ্ছেন দীর্ঘদিন পর দলে ফেরা মুমিনুল হক। তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেই চা বিরতিতে যায় বাংলাদেশ।
৮২ রান নিয়ে লাঞ্চের পর ব্যাট করতে নেমেই, ওভারের প্রথম বলেই বাংলাদেশ হারায় অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট। উমেশ যাদবের শিকার হয়ে টাইগার কাপ্তান ফিরেন ব্যক্তিগত ১৬ রান করে। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরেন মুমিনুল হক।
চর্তুথ উইকেট জুটিতে দু'জনই দ্রুত তুলতে থাকেন রান। তবে দারুণ খেলতে থাকা মুশফিক আটকে যায় ২৬ রানে। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। এরপর লিটনকে নিয়ে ধরেন দলের শক্ত হাল। তবে চা বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ হারায় লিটনের উইকেট। অশ্বিনের শিকার হয়ে ফিরেন ২৫ রানে।
শেষ পর্যন্ত চা বিরতিতে যাওয়ার আগে মিরাজকে নিয়ে দলকে আর কোন বিপদে পড়তে দেয়নি মুমিনুল হক। ৫ উইকেটে ১৮৪ রান নিয়েই চা বিরতিতে যায় বাংলাদেশ। মুমিনুল ৬৫ ও মিরাজ ৪ রানে অপরাজিত আছেন।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: