ভারতের টপ অর্ডারকে দিয়ে তাইজুলের ‘ব্রেকফাস্ট’
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ২৩:১৭

নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ থেমেছে ২২৭ রানে। জবাবে বিনা উইকেটে ১৯ রান তুলে শেষ করেছিল সফরকারী ভারত। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে টাইগার স্পিনার তাইজুল ইসলামের তোপের মুখে পড়তে হয়েছে ভারতকে। তাতেই লাঞ্চের আগেই তিন টপ অর্ডার ব্যাটারকেই হারায় দলটি।
দ্বিতীয় দিনের সকালেই ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ফেরান ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে। এরপর শুভমান গিলকেও ফেরান তিনি। রাহুল ১০ ও গিল করেন ২০ রান। এরপর দলের হাল ধরেন চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। তবে, এই দু'জনকেও স্বস্তিতে ব্যাট করতে দেননি তাইজুল।
মাঝে চেতেশ্বর পুজারাকে ফিরিয়ে ভারতকে লাঞ্চের আগেই চাপে ফেলেন তাইজুল। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করে তিন উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৬৮ রান। ফলে, ৮৬ রান তুলেই লাঞ্চে যায় ভারত। কোহলি ১৮ ও পান্থ অপরাজিত আছেন ১৩ রান করে।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: