পাগলাটে সাকিবের পাগলা ভক্ত!!
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ ০৫:০১

নট আউট ডেস্কঃ মিরপুরে যখন ভারতের বিপক্ষে ম্যাচে থাকার লড়াইয়ে ব্যস্ত সাকিব বাহিনী, তখন প্রতিবেশি দেশে চলছে আইপিএলের মিনি নিলাম। যেখানে প্রথম ধাপে বাংলাদেশ অধিনায়কের প্রতি ভালোবাসা দেখায়নি কোন দল। তবে এদিন হোম অফ ক্রিকেটে মাদারীপুরের আরাফাতের ভালোবাসা দেখেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
খেলা চলাকালীন গ্যালারি থেকে মাঠে প্রবেশ করেন আরাফাত। প্রিয় ক্রিকেটারের স্পর্শ পেতে ছুটে যান তিনি। সাকিবের পাঁ জড়িয়ে ধরেই নিজ আত্মাকে হয়তো প্রশান্তি দিয়েছেন আরাফাত। অবশ্য খুব বেশি সময় নেয়নি মাঠে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা। আরাফাতকে পাঠানো হয়েছে আদালতে। অনুমান করা যায় মুচলেকা দিয়ে ছাড়া পেতে পারেন তিনি।
ফুটবলে এসব ঘটনা প্রায় সময় দেখা যায়। তবে ক্রিকেটে এমন হয়না বিষয়টি মোটেও তেমন না। যদিও সমর্থকদের এমন কর্মকান্ড অস্বস্তিতে ফেলে নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষদের।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: