২০০ টাকায় মিলবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৭
_copy_640x360-2023-02-27-09-46-28.jpg)
নট আউট ডেস্কঃ একদিন বাদেই শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘ সাত বছর পর ইংলিশরা এসেছে বাংলাদেশ সফরে। স্বাভাবিকভাবেই দর্শকদের মাঝেও বিরাজ করছে উত্তেজনা। সেই কথা মাথায় রেখেই এবার প্রথম ওয়ানডের টিকিট ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (সোমবার) বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। আগামীকাল (মঙ্গলবার) থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে প্রথম ওয়ানডের টিকিট। টিকিট সংগ্রহ করা যাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা অব্দি। ম্যাচের আগের দিন ছাড়াও টিকিট মিলবে ম্যাচের দিন সকালেও।
টিকিট কিনতে সমর্থকদের সর্বনিম্ন গুনতে হবে ২০০ টাকা। তাতেই ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে ম্যাচ। এছাড়া সর্বোচ্চ ১৫০০ টাকায়ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে উপভোগ করা যাবে ম্যাচ। মোট ৫টি ক্যাটাগরিতে পাওয়া যাবে টিকিট।
বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: