২০২৭ সাল পর্যন্ত দেশের সব ক্রিকেটে থাকবে ‘ডিআরএস’
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১০

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম অর্থাৎ ডিআরএস। এই নিয়ে তখন বিসিবিকে পড়তে হয়েছিল সমালোচনার মধ্যে। তবে, আসন্ন ইংল্যান্ড সিরিজে শুরু থেকে থাকছে ডিআরএস। শুধু ইংল্যান্ড সিরিজই নয়, ডিআরএস নিয়ে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে যাচ্ছে বিসিবি।
নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এদিন মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘জি, অবশ্যই থাকবে ডিআরএস (ইংল্যান্ড সিরিজ)। আরেকট তথ্য হলো ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে। ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা কম্পনেন্ট। এটা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। আগে যখন ডিআরএস ছিল না, তখন কিন্তু খেলা হতো, ক্রিকেটটা হতো। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো ডিআরএস ছাড়াই হয়েছে। একটা ধাপে গিয়ে যখন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়, তখন ডিআরএসটা ব্যবহার করা হয়। তখন আইসিসি থেকে, তাদের প্রতিযোগিতার জন্য অত্যাবশকীয় করে দিয়েছে। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল, ডিআরএসটাকে নিশ্চিত করা।’
নিজাম উদ্দিন এটাও জানিয়েছেন, ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে ডিআরএস থাকবে।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা লং টার্মে যাচ্ছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা দিয়ে থাকে, তাদের সঙ্গে লং টার্ম চুক্তি করেছি, ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (বিপিএল) হবে, সেখানে এখন থেকে সব সময় ডিআরএস থাকবে।’
এছাড়া বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট অনলাইন করা নিয়েও সংবাদ সম্মেলনে প্রসঙ্গ উঠে এসেছিল। সুজন জানিয়েছেন, কিছু সীমাবদ্ধতার কারণে এ সিরিজে সেটা সম্ভব নয়। তবে তিনি নিশ্চয়তা দিয়েছেন, আগামী আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে টিকিট সহজলভ্য করার।
এই প্রসঙ্গে সুজন বলেন, ‘অনলাইনে টিকিট বিক্রির জন্য আমরা কাজ করছি। আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাস্তাবায়ন হবে বলে আমি আত্ববিশ্বাসী।’
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: