বাংলাদেশ-ইংল্যান্ড
গতিতে পণ্ডিত উড-আর্চার, দুর্বলতা সঙ্গী তামিম-সাকিবদের!
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০৯:২৩

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ড সিরিজের আগে পুরোনো পদে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে৷ প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন ঘরের মাঠে সুবিধা নিয়ে৷ ইংলিশদের বিপক্ষে জয় পেতে কৌশলী হতে পারে স্বাগতিকরা৷ তবে দিন শেষে মনে রাখা ভালো প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা৷
বাতাসে গুঞ্জন প্রথম ওয়ানডেতে দেখা যাবে কাটগ্রাস উইকেট৷ যেখানে স্পিনারদের জন্য অপেক্ষা করছে বাড়তি সুবিধা৷ সাকিব-মিরাজ দাপট দেখাবেন এমন প্রত্যাশায় কোটি বাঙালি৷ তবে মন খারাপ হতে পারে, হতাশা কাজ করতে পারে৷ যখন দেখবেন প্রতিপক্ষ দলে রশিদ-মঈনদের মত বিশ্বমানের স্পিনার৷
বাংলাদেশ দলের পেস বিভাগের নেতৃত্বে থাকা তাসকিন দেখাচ্ছেন গতির জাদু৷ চন্ডিকার দিন কয়েকের তৎপরতায় দুর্বার লাগছে মুস্তাফিজকে৷ পেস বান্ধব উইকেট হলেও শঙ্কা বিপদের৷ কেননা প্রতিপক্ষ দলে দেখা মিলবে উড-আর্চারদের৷
ইংল্যান্ডের বিশ্বমানের বোলারদের বিপক্ষে লড়তে হবে স্বাগতিকদের৷ এ নিয়ে কোন সন্দেহ নেই৷ তবে ভয়ের বড় কারণ আর্চার-উডদের গতিকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে তামিম-শান্ত-সাকিবরা৷
দীর্ঘ সময় যাবত ছন্দে নেই তামিম৷ অপরদিকে দুর্দান্ত বিপিএল কাটিয়েছেন শান্ত৷ তবে দুজনে গতির কাছে নত অধিকাংশ সময়৷ উড-আর্চার সেই দুর্বলতায় গতি তুলতে পারে ১৫০৷
বাংলাদেশের জন্য কঠিন সিরিজ বটেই৷ তবে ফরম্যাট যখন ওয়ানডে তখন সিরিজ জয়ের বিশ্বাস রাখা যেতেই পারেই৷ গত ৭ বছরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ না হারা দলটি নিশ্চয়ই পারবে৷
-নটআউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: