দেশের দুই চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বৈরথ
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ২০:৩৩

নট আউট ডেস্কঃ ঘণ্টা কয়েক পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়। স্টেডিয়ামে সশরীরে উপস্থিত থাকতে না পারলে দর্শকরা সরাসরি খেলা দেখতে পারবে টি-স্পোর্টস ও জিটিভির পর্দায়।
বাংলাদেশের দুই চ্যানেল ছাড়াও ভারতের ফ্যানকোডের সঙ্গে ইংল্যান্ডের স্কাই স্পোর্টস ও টেকল স্পোর্টসেও দেখা যাবে সিরিজটি।
এছাড়াও অনলাইন প্লাটফর্ম র্যাবিটহোল বিডি ইউটিউব চ্যানেলেও দেখা যাবে দুই দলের মধ্যকার সিরিজ। এই সিরিজের স্পন্সর করেছে মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ।
মার্চের ১-১৪ পর্যন্ত ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ৩ ওয়ানডে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। যদিও ইতোমধ্যেই দুই দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: