২০৯ রানেই অলআউট বাংলাদেশ
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০২:৪৩

আসসালামু আলাইকুম।
নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইতে ২০৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৫৪ রান।
পাওয়ার প্লে শেষে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ফিরেছেন ব্যক্তিগত ১৬ ও সাকিব ৮ রানে।
১০৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদগ্রস্ত দলকে টেনে তোলার সর্বাত্মক চেষ্টা করেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। এই দুইজনের জুটি থেকে যোগ হয় ৫৩ রান।
এদিন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেছেন শান্ত। আদিল রশিদের বলে ক্যাচ আউট হওয়ার আগে ব্যক্তিগত খাতায় যোগ করেছেন ৫৮ রান।
শান্তর আউটের পর বেশিক্ষণ নিজেকে স্থায়ী করতে পারেননি রিয়াদ। ব্যক্তিগত ৩১ ও দলীয় ১৬২ রানে মার্ক উডের বলে কাটা পড়েন তিনি।
৬ উইকেট হারানোর পরেও স্বাগতিকরা বড় আশা করেছিল আফিফ-মিরাজের প্রতি। এ দুজনের মিলে এদিন বড় করতে পারেনি সংগ্রহ। আফিফের ব্যক্তিগত ৯ রানের পর মিরাজ আউট হয়েছেন ৭ রানে।
১৮২ রানে ৮ উইকেট হারানো দলকে দুইশোর ঘরে নিয়েছে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। শেষ দিকে তাসকিনের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৪ রান। ২০৮ রানের মাথায় তাসকিন আউট হলে ভেঙ্গেছে ২৬ রানের জুটি।
তাসকিনের আউটের পর শেষ জুটিতে এসেছে ১ রান। ব্যক্তিগত ১০ রানে তাইজুল আউট হলে দলের সংগ্রহ থেমে যায় ২০৯ রানেই।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: