এমন না যে বাংলাদেশি ব্যাটাররা ইনিংস লম্বা করে পারেনা
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ১৭:৪৫

আসসালামু আলাইকুম
নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শতক (১১৪ রান) করেছেন ডেভিড মালান৷ ২১০ রানের টার্গেটে সহযোদ্ধারা যখন আসা যাওয়ার মিছিলে তখন এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি৷ অর্ধশতক পূরণে এই ব্যাটারের ব্যাট থেকে এসেছিল ১ চার ও ২ ছয়৷ তবে যখন জয় নিয়ে মাঠ ছাড়লেন তখন ব্যক্তিগত স্কোরকার্ডে ৪ ছয়ের পাশাপাশি ৮ চার৷
মালানের ব্যাটিংয় প্রশংসা স্বাভাবিকভাবে প্রশংসা পাচ্ছে৷ একইসাথে প্রশ্ন হচ্ছে স্বাগতিকদের ব্যাটিং নিয়ে৷ কেননা নিজ মাঠে কেউ ইনিংস বড় করতে পারেনি৷ এদিনের ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত এ বিষয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে৷
শান্ত বলেন, 'আজকে হয়তো লম্বা করতে পারেনি, কিন্তু অতীতে আমাদের ব্যাটাররা ইনিংস বড় করে ম্যাচ জিতিয়েছে। এমন না যে আমাদের ব্যাটাররা ইনিংস লম্বা করতে পারে না। অতীতে যদি দেখেন অবশ্যই অনেকের ভালো ভালো ইনিংস আছে যারা আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। আজকে হয়নি, আশা করব সামনে যেই এমন ইনিংস খেলবে যেটা করবে বড় ইনিংস খেলার।'
এদিকে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার অর্ধশতক করেছেন শান্ত৷ আধুনিক ক্রিকেটে ব্যক্তিগত ৫০ খুব বড় কিছু না হলেও শান্তর জন্য বিশেষ৷ কেননা গত চার বছরে এটিই প্রথম৷
বিপিএল স্বপ্নের মত কাটানো শান্ত ওয়ানডে সংস্করণে বাড়াচ্ছেন নিজের গতি৷ এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘মাত্র একটা ম্যাচ রান করলাম। এখনই আমার মনে হয় যে এটা বলা হয় ঠিক হবে না আমি অনেক কিছু শিখে গেছি। আজকের ম্যাচেও আমার অনেক ভুল ছিল। আমি যদি ইনিংস বড় করতে পারতাম, তাহলে হয়তো আমরা ২৪০-৫০ রান করতে পারতাম। তবে হ্যাঁ, ভালো একটা ইনিংস হয়েছে। এটা আমাকে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: