৯২ মাসের অপেক্ষা শেষ রনির
প্রকাশিত: ৩ মার্চ ২০২৩ ০৪:৪৮

আসসালামু আলাইকুম....
নিউজ ডেস্কঃ প্রচলিত কথা, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের তারকা রনি তালুকদারের সাথে এই কথার দারুণ এক মিল পাওয়া যাবে। ২০১৫ সালে জাতীয় দলে এক ম্যাচ সুযোগ পাওয়ার পর জায়গা হারিয়েছেন ৯২ মাসের জন্য। সবশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আবারও খুলেছে জাতীয় দলের দরজা। তবে সুযোগ না পেলেও আরও ২-৩ বছর অপেক্ষা করতেন বলে দেশের এক ইলেকট্রনিক মিডিয়াকে জানিয়েছেন রনি নিজেই।
রনি বলেন, 'আমার বয়স এখন ৩২। আমি চেষ্টা করবো না কেন, আরও ২-৩ বছর চেষ্টা করব ভেবেছিলাম। আমার লক্ষ্য ছিল চেষ্টা করতে থাকব। এখন সুযোগ চলে এসেছে।'
তিনি যোগ করেন, 'এটা (বিশ্বাস) তো সব সময়ই ছিল। আমি আগেও বলেছিলাম আবারও জাতীয় দলে খেলতে চাই। আমি কি করলে সুযোগ পাব বা পাব না এটা তো পরের বিষয়। আমার ভালো খেলাটা খুব জরুরি ছিল। আমি যেখানেই খেলি আমার পরিকল্পনা একটাই, আমি যেন ভালো খেলতে পারি। ভালো খেললে একটা কিছু আসবে এটা সবাই জানে, আমিও জানি।'
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ২২ রান করেছিলেন রনি। যা ছিল দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান। এরপরেও বাদ পড়ার কারণ হয়তো এখনও অজানা এই ব্যাটারের। তবে সব ভুলে ভবিষ্যৎ সুন্দর করায় প্রচেষ্টায় ঘরোয়া লিগের মহাতারকা।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: