তাসকিনকে অনুপ্রেরণা মানছেন মার্ক উড
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০৪:০৫

নট আউট ডেস্কঃ বল হাতে ১০ ওভার। ঝুলিতে উইকেট ২। খরচ করেছেন মাত্র ২৬ রান। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইয়ে তাসকিনের বোলিং ফিগার। তাসকিনের এমন বোলিংয়ের বিপরীতে আর্চার-উডরা দিতে পারেননি নিজেদের সেরাটা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ইংল্যান্ড পেসাররা ছিল দুর্দান্ত। ইনিংসের শুরুতেই স্বাগতিকদের ব্যাকফুটে নিয়ে যায় স্যাম কুরান। এক ম্যাচের ব্যবধানে ঘুরে দাঁড়ানোর রহস্য জানিয়েছেন পেসার মার্ক উড। যেখানে বড় অনুপ্রেরণার নাম তাসকিন আহমেদ।
চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে উড বলেন, 'তাসকিন খুবই চিত্তাকর্ষক। আমি মনে করি সে শুধু আমাকে নয় সবাইকে মুগ্ধ করেছেন। পুরো দল বলেছে সে কতটা ভালো বোলিং করেছে এবং সে দ্রুত বোলিং করেছে, ভালো লেন্থে আঘাত করেছে। আমাদের প্রথম খেলায় সে আমাদের সিমারদের দেখিয়েছিলেন কোথায় বল করতে হবে।'
তিনি যোগ করেন, 'আমি, জোফরা এবং ওকস তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে। শুধু উইকেট নেওয়াই নয়, রানটাও আঁটসাঁট করে রেখেছিলো সে। দুর্দান্ত ব্যাটাররা বলেছে যে সত্যিই সে দারুণ পারফর্ম করেছে। আমি তার খারাপ করতে দেখতে চাই না, আশা করি সে প্রচুর উইকেট নেবে।'
২০১৯ বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর প্রকাশ্যে কেঁদেছিলেন তাসকিন। কয়েক বছরের ব্যবধানে দেশের পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন এই পেসার। আইপিএল,পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে পেয়েছেন অফার। ইচ্ছা থাকলেও গ্রহণ করেননি কোনটি। দেশের জার্সিতে নিজেকে দেখতে চান অনন্য উচ্চতায়।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: