অপেক্ষা বাড়লো তামিমের!
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ২৩:২৫

নট আউট ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম ইকবালের প্রয়োজন ছিল ২৮ রান। ভক্তরা ধরে নিয়েছিল তৃতীয় ওয়ানডেতেই এই কীর্তি গড়ে ফেলবেন এই ওপেনার। তবে চট্টগ্রামে মাত্র ১১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম।
বাংলাদেশ জার্সিতে ২০০৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ২০০৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল তামিমের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে ইতোমধ্যে বিদায় বলেছেন তিনি।
সাদা পোশাকের ক্রিকেটে ৬৯ ম্যাচে ৫০৮২ রান, ওয়ানডে সংস্করণে ২৩৪ ম্যাচে ৮১৪৩ রান ও টি-টোয়েন্টিতে করেছেন ৭৮ ম্যাচে ১৭৫৮ রান।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: