এশিয়া কাপের দলই বিশ্বকাপ খেলবে
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ২০:৩৩

নট আউট ডেস্কঃ চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে এই বৈশ্বিক আসরের আগে চলবে এশীয়দের লড়াই। অর্থাৎ এশিয়া কাপ। আর এই এশিয়া কাপে ঘোষিত যে স্কোয়াড করা হবে সেটিই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে।
বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এমনটিই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ শেষে পাপন বলন, বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে আমাদের দুটো সিরিজ আছে। সেখানে আমরা দুই একজনকে বিশ্রাম দিতে পারি। এর মানে এই নয় যে সে বাদ পড়ে গেছে। অপশন কে আছে, এটা দেখার জন্যই তা করা হবে। এশিয়া কাপে যে দলটা ঘোষণা করা হবে সেটাই হবে বিশ্বকাপ দল।
ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে যেন আরও বেশি সিরিজ হয়, সেই আলোচনাও হয়েছে জানিয়ে নাজমুল হাসান বলেন, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন এবং এরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে পারলে খুব ভালো লাগে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: