ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আগামীর তারকাদের একজন হবেন শান্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ মার্চ ২০২৩ ২০:৫৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টূর্ণামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন নাজমুল হোসেন শান্ত। সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত করা শান্ত আলো ছড়িয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। ক্যারিয়ারে প্রথম অর্ধশতক করার পাশাপাশি শান্ত দেখা পেয়েছেন মোট দুইটি ফিফটির। শান্তর এমন পারফরম্যান্সে অন্যান্যদের মত খুশি হেড মাস্টার চন্ডিকা হাথুরুসিংহে। 

ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার (০৯ মার্চ) শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এখানেও শান্ত ভালো কিছুই করবেন বিশ্বাস চন্ডিকার। একই সাথে বাংলাদেশের ভবিষ্যতে শান্ত একজন ভালো খেলোয়াড় হবে বলেও বিশ্বাস লঙ্কানের। 

ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে শান্তকে নিয়ে চন্ডিকা বলেন, ‘শান্ত ওয়ানডে সিরিজে সুযোগটা লুফে নিয়েছে। তার ওয়ানডে রেকর্ড ভালো ছিল না, কিন্তু সে যেভাবে খেলেছে, তা ছিল মুগ্ধ করার মতো। পেসারদের বিপক্ষে সে ভালো খেলেছে। আপনি দেখেন, বিদেশেও তার রেকর্ড ভালো। বাংলাদেশের আগামীর জন্য সে খুব ভালো একজন খেলোয়াড়।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।