ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

রিয়াদকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনায় হাথুরু

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩ ২৩:০৪

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইংল্যান্ড সিরিজ চলাকালীন সময়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন যা বলেছিলেন তার সারমর্ম অনেকটা এমন, আগামী ১-২ সিরিজে দুই একজনকে বিশ্রাম দেওয়া হবে। এটি নিয়ে নেগেটিভ প্রচারণার কিছু নেই। তাদের বিশ্রাম দিয়ে কিছু ক্রিকেটারকে পরখ করা হবে। যাতে করে বিশ্বকাপে কোন সমস্যা হলে তা ক্ষতির কারণ না হয়। 

পাপনের কথার বাস্তব প্রমাণ মিলেছে আয়ারল্যান্ড সিরিজে ঘোষিত স্কোয়াডে। ঘরের মাঠের এই সিরিজে দলে রাখা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। তাকে দলে না দেখে অনেকেই ধরে নিয়েছে এখানেই ক্যারিয়ার শেষ সাইলেন্ট কিলারের। তবে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিশ্চিত করেছে বিশ্বকাপ ভাবনায় রয়েছে রিয়াদ। 

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে হেড কোচ বলেন, ‘আমার মনে হয় না সে তার সেরা সময়কে পেছনে ফেলে এসেছে। আমরা চেষ্টা করছি বিশ্বকাপের আগে আমাদের খেলোয়াড়ের পুল বাড়াতে। বিশ্বকাপের কাছাকাছি গিয়ে যদি কারও কিছু হয়ে যায়, তাহলে আমাদের হাতে যেন এমন পর্যাপ্ত খেলোয়াড় থাকে, যাদের আমরা দেখেছি এবং যাদের ওপর ভরসা করতে পারি নিজের ভূমিকা পালন করতে পারে।’

‘ব্যাপারটি হলো পরখ করে দেখা যে এই পর্যায়ের ক্রিকেটে তারা নিজেদের কতটা মেলে ধরতে পারে। তার মানে এই নয়, যে ছেলেটা পারফর্ম করেছে, মানে মাহমুদউল্লাহ ফুরিয়ে গেছে বা সম্ভাবনা শেষ হয়ে গেছে। সে এখনও আমাদের পরিকল্পনায় আছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।