চন্ডিকার অধীনে ফুটফুটে বাংলাদেশ
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ০১:৩০

‘আমার কাছে মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। কারণ তা না হলে আসলে এভাবে আমরা... কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে, বিপিএল চলাকালীন চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে এমনটিই বলেছিলেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
বছর কয়েক পরে বাংলাদেশে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই বাজিমাত করেও দিলেন কড়া হেডমাস্টার খ্যাত হাথুরু। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ৩-০ ব্যবধানে জিতেছে টি-টোয়েন্টি সিরিজ। এছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই দলীয় সংগ্রহে নিজেরাই ভাঙছে নিজেদের রেকর্ড।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৩৩৮ করার পর দ্বিতীয় ম্যাচে দলীয় সংগ্রহ ৩৪৯। এ যাবতকাল পর্যন্ত বাংলাদেশে ৫টি সর্বোচ্চ দলীয় রানের তিনটিই হয়েছে চন্ডিকার অধীনে।
একনজরে বাংলাদেশের সেরা পাঁচটি দলীয় ইনিংস।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর:
৩৪৯/৬ প্রতিপক্ষ আয়ারল্যান্ড, সিলেট, ২০২৩
৩৩৮/৮ প্রতিপক্ষ আয়ারল্যান্ড, সিলেট, ২০২৩
৩৩৩/৮ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ট্রেন্ট ব্রিজ, ২০১৯
৩৩০/৬ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ওভাল, ২০১৯
৩২৯/৬ প্রতিপক্ষ পাকিস্তান, মিরপুর, ২০১৫
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: