ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আইপিএল ইস্যুতে পাপনের সাথে একমত চন্ডিকার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ১৭:৪৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আইপিএলের আসন্ন আসরে সাকিব-লিটনের দল কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে মুস্তাফিজ খেলবেন দিল্লির জার্সিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও অ্যাওয়ে সিরিজ না খেলে আইপিএল খেলার আবেদন করেছিলেন লিটন ও সাকিব। তবে এই আবেদনে সায় দেয়নি বিসিবি। দুই ক্রিকেটারকে দেওয়া হয়েছে ২৪ দিনের এনওসি (অনাপত্তিপত্র)। 

বিসিবির এমন সিদ্ধান্তে অনেকটা এমমত পোষণ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আইপিএল ইস্যু নিয়ে। 

 

চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘হ‌্যাঁ, আইপিএলে অংশগ্রহণ করলে তাদের স্কিলের উন্নতি হবে এটা সত‌্য। এটা নিয়ে কোনো সন্দেহও নেই আইপিএল টপ ক্লাস টুর্নামেন্ট। কিন্তু নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে দেশের জন‌্য খেলা।’

 

বিসিবির সিদ্ধান্ত নিয়ে চন্ডিকা বলেন, আমি মনে করি, বোর্ডের সিদ্ধান্ত দেশের জন্য আগে খেলা। আর নিলামে নাম তোলার আগে তাদেরকে একই বার্তা দিয়েছে বোর্ড। সিদ্ধান্ত একই আছে।’

 

আইপিএলের নিলামের আগে বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ই-মেইলে জানানো হয়েছে, ‘আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবে।’ ফলে সাকিব ও লিটন ২৪ দিনের জন‌্য এনওসি পাচ্ছেন। মোস্তাফিজ পাচ্ছেন ৮ দিন বেশি।

 

উল্লেখ্যঃ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়েছেন, দেশের খেলা বাদ দিয়ে আইপিএলে খেলার সুযোগ নেই।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।