ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

হাথুরুর সিক্রেট রেসিপি, যেভাবে বদলে গেলেন ক্রিকেটাররা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ২২:৪২

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: বিসিবি চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: বিসিবি

আসসালামু আলাইকুম 

নট আউট ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে সাকিব-তামিমদের কোচ হয়ে বাংলাদেশে এসেছে লঙ্কান মাস্টারমাইন্ড চন্ডিকা হাথুরুসিংহে। শুরুটা ইংল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়ে হলেও, এরপরেই ঘুরে দাঁড়িয়েছে হাথুরুসিংহের বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে টানা চার জয়ের পর, আইরিশদের বিপক্ষে তুলে নিয়েছে জোড়া জয়।

হাথুরুসিংহের ছোঁয়ায় টাইগার ক্রিকেটারদের মানসিকতা যেন বদলাতে শুরু করেছে, লেগেছে পরিবর্তনের হাওয়া। ছন্দ খুঁজে পাওয়া টাইগার এখন যেমন অনেকটা চনমনে ক্রিকেট উপহার দিচ্ছেন, তেমনি ভক্ত সমর্থকদেরও যেন এনে দিচ্ছেন একরাশ প্রশান্তি। তাই খানিকটা কৌতুহল এতদিন ঘুরপাক খাচ্ছিলো সবারই মনে, কি এমন হলো। যাতে রাতারাতি বদলে গেল ক্রিকেটারদের মানসিকতা। 

সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে এবার সেই উত্তর'ই দিলে চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শুধু ড্রেসিংরুমের পরিবেশ একটু বদলেছে শুধু—আমরা যেভাবে কথা বলি, আলোচনা করি। আমি দলের মাঝে মনস্ত্বাত্ত্বিক নিরাপত্তা আনার চেষ্টা করেছি। তাদের বলেছি, তারা ভালো করুক বা ব্যর্থ হোক, তাদের মূল্য আমাদের কাছে আছে। তারা আমাদের কাছে মূল্যবান। ফলে খেলোয়াড়দের কিছুই বদলায়নি, আমি জানি না এর আগে কী হয়েছে, তবে স্কিল একই আছে।’

'আমি মনে করি, এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আমি মনে করি সম্প্রতি ঘটেছে, এবং আমাদের মধ্যে, অন্য কিছু কোচও আমাকে উল্লেখ করেছেন যে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। তাই এমন কিছু তৈরি করার চেষ্টা ছিল। আমি জানি আপনি যদি এমন পরিবেশ তৈরি করেন তবে তারা তাদের সেরাটা করতে পারে। আমি বলতে চাচ্ছি যদি কিছু দিন তাদের দিন ভাল না হয়, আমরা বলব যে ঠিক আছে।' যোগ করে বলেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। সিরিজের বাকি দুই ম্যাচ গড়াবে আগামী বুধ ও শুক্রবার। সিরিজের সবগুলো ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।