সাকিবের চাওয়া অল-রাউন্ড পারফরমেন্স
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ১৫:১৫

নট আউট ডেস্কঃ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০০ ছাড়িয়েছিল কয়েক বল বাকি থাকতেই। তবে বেরসিক বৃষ্টির কারনে আয়ারল্যান্ডের প্রয়োজন পড়ে ৮ ওভারে ১০৪ রান। এমন হিসাব-নিকাশে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে আইরিশরা। তবে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এর দুর্দান্ত বোলিংয়ে জয় পায় বাংলাদেশ।
নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান বাজেভাবে শুরু করলেও লাগাম টেনে ধরার কাজটি করেন হাসান মাহমুদ। এরপর তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাজিমাত। এই ম্যাচের মতই পারফরম্যান্স খেলোয়াড়দের কাছে চাওয়া অধিনায়ক সাকিবের।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা তো এটাই চাই। এক বা দুই জনের পক্ষে সবসময় অবদান রাখা কঠিন, এমন অল-রাউন্ড পারফরমেন্সই তো চাই। তারা যেভাবে শুরু করেছিল এবং আক্রমণাত্বক ক্রিকেট খেলেছে, তাতেই ম্যাচের গতিটা নির্ধারিত হয়ে যায়। নতুন যারা এসেছে তারা ভয় পায়নি, তারা নিজেদের প্রকাশিত করেছে এবং দারুণ পারফরমেন্স উপহার দিয়েছে। অসাধারণ বোলিং করেছে তারা। আমাদের আরও কয়েকজন আছে, যারা এই পেসারদের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে সুযোগ পাচ্ছে না।'
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: