ঢাকা | সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ব্যর্থ হওয়ার ভয়টা বাদ দিয়ে ক্রিকেট খেলতে চাই: তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩ ০৩:৫২

সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ। ছবি: বিসিবি সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের পর ঘরের মাঠে আয়ারল্যান্ডকেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে, ব্যাটে-বলে দুর্দান্ত এক দিন পার করা আইরিশদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ফলে, সিরিজ জিতেই খুশি থাকতে হচ্ছে সাকিব-তাসকিনদের।

চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে, বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১২৪ রানেই। অতি আগ্রাসী ব্যাটিংয়ের মনোভাব নিয়ে খেলতে নেমেই ম্যাচ হারার অন্যতম কারণ ছিল টাইগারদের। তবে ম্যাচ হারলেও এমন আগ্রাসী মনোভাব নিয়েই ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ — জানিয়েছে দলের তারকা পেসার তাসকিন আহমেদ। 

আইরিশদের সিরিজ হারানো বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। তিন ম্যাচে আট উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। সংবাদ সম্মেলনে এসে এদিন এই পেসার ব্যাখ্যা দিয়েছেন দলের আগ্রাসী ব্যাটিংয়ের। 

তাসকিন আহমেদ বলেছেন ‘আজ হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। কিন্তু এমন ইনটেন্ট না থাকলে আগের দুটি ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা, যেটি বুঝতে হবে। আমরা যদি ভবিষ্যতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই, আমাদের (এই) ইনটেন্ট থাকতে হবে। বোলার, ব্যাটসম্যান সবাইকেই আগ্রাসী মানসিকতা নিয়ে এগোতে হবে। কিছু কিছু দিন হয়তো এ রকম ইনটেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোব।’

ভবিষ্যতেও বাংলাদেশ দেখাবে নিজেদের আগ্রাসী মনোভাব। আর এই মানসিকতাই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে, বিশ্বাস করেন তাসকিন আহমেদ। তিনি আরও বলেছেন ‘এমন নয় যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ব্যর্থ হওয়ার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা—এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।