সংবাদ সম্মেলনেও পরিণত বাংলাদেশ
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩ ১৬:০১

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টিতে বাংলাদেশ বরাবরই দূর্বল। নতুন অ্যাপ্রোচে সফলতা এসেছে সবশেষ দুই সিরিজেই। এই অ্যাপ্রোচের যুগে পা দেওয়ার আগে মানসিকতা বদলেছে ক্রিকেটারদের। ব্যর্থতার ভয় দূর করেছে ম্যানেজম্যান্ট। যার ফলে মাঠের মত সংবাদ সম্মেলনেও আত্মবিশ্বাসী তাসকিন-লিটনরা।
দলীয় ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে এসে বিতর্কের জন্ম দিয়েছিল অনেকেই। সেই যুগ যেন এখন অতীত। তাসকিন আহমেদ, লিটন দাসরা যখন সংবাদ সম্মেলনে আসে তখন তাদের সব কথাই যেন দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ট্রফি প্রাপ্তির দিনে ম্যাচ হেরেছে বাংলাদেশ। এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন সিরিজ সেরা তাসকিন আহমেদ। দলের অ্যাপ্রোচ নিয়ে সাকিব আগেই কথা বলেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সাকিবের মতই তাসকিনও দেখিয়েছে আত্মবিশ্বাসের ঝলক।
তাসকিন ব্যাটিংয়ে নেমে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছিল। নিজের আউট সামনে এনে তাসকিন বলেন, ‘১৮০ থেকে ২০০ না, ওইটা যদি আরেকটু ভালো মতন লাগত ছয় হতো বলতেন হোয়াট অ্যা শট। এখন আউট হয়ে গেছি আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে।’
তাসকিন আরও বলেন, 'আমি মনে করি না যে আমরা আমাদের ইন্টেনসিটি বদল করব। আমাদের ম্যানেজমেন্ট বা খেলোয়াড়দের যে চিন্তাধারা। ব্যাটিং, বোলিং দুই বিভাগে আমরা আগ্রাসী ক্রিকেট খেলব আগামীতে। ম্যানেজমেন্ট আমাদেরকে বলেছে ফেয়ারলেস থাকি, এটা আমাদের আগামিতে বড় দল হতে সাহায্য করবে।’
আগের ম্যাচে অতীত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে লিটন বলেছিলেন, 'আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যেকোনো সময় যখন প্রশ্ন করেন, পেছনের কথা কেন টানেন? নতুন যে জিনিসটা হচ্ছে, এটা কি ভালো লাগছে না? দুই বছর, এক বছর... আগের জিনিস টানার তো কোনো দরকার নেই। এখন ভালো খেলছি।
জয় কিংবা পরাজয় যাই হোক না কেন খেলোয়াড়রা আত্মবিশ্বাসি। তাদের কথাতে ভবিষ্যত বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: