ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

কাজ না করলে পাগল হয়ে যাব: সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ২০:২৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আমার কাছে মজা লাগে, আমি উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি তা হলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই; নিজের ব্যস্ততা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এমনই উত্তর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

 

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলে সাকিব এসেছিলেন ঢাকায়। শনিবার (০১ এপ্রিল) মাঠে নেমেছিলেন মোহামেডানের জার্সিতে। ম্যাচের শেষ ভাগে ব্যাগ গুছিয়ে বিকেএসপি থেকে এসেছেন ঢাকায়। সেখানে প্রচারণা করেছেন বাইক কোম্পানির। 

 

সাকিব আল হাসানের ব্যস্ততা নিয়ে অনেকেই বলে উঠে এভাবেও কি সম্ভব। এমন কথা ক্রিকেট পাড়ায় ভালোভাবেই চালু হয়েছে সাকিবকে নিয়ে। কেননা মাঠের মতই মাঠের বাইরেও পাক্কা এক অলরাউন্ডার সাকিব। সিলেট-ঢাকা, চট্টগ্রাম-ঢাকা এভাবেই প্রায় এক মাস কাটিয়ে দিলেন সাকিব। ব্যস্ততাকে অভ্যাসে পরিণত করে ছুটছেন বাংলার পোস্টারবয়। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।