টেক্টর-ট্রাকারের ব্যাটে লিড পেয়েছে আয়ারল্যান্ড
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩ ২১:০৭

নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ও লরকান ট্রাকারের জোড়া হাফ সেঞ্চুরিতে লিড পেয়েছে সফরকারীরা। প্রথম সেশনের ন্যায় দ্বিতীয় সেশনেও এদিন আইরিশদের মাত্র একটি উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ।
৫ উইকেটে ৯৩ রান নিয়ে লাঞ্চের পর ব্যাটিংয়ে নামেন অপরাজিত থাকা দুই ব্যাটার হ্যারি টেক্টর ও লরকান ট্রাকার। লাঞ্চের পরও এই দু'জন শক্ত প্রতিরোধ গড়েন। অভিষেক টেস্ট খেলতে নামা ট্রাকার প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। তাইজুল ইসলামের শিকার হয়ে ফিরেন ব্যক্তিগত ৫৬ রানে।
ট্রাকারের বিদায়ে ভাঙে ৭২ রানের জুটি। এরপর অ্যান্ড্রু ম্যাকব্রাইনকে নিয়ে জুটি গড়েন লরকান ট্রাকার। এই দুজনের ব্যাটে চড়ে লিড নেয় আইরিশরা। হাফ সেঞ্চুরি তুলে নেন ট্রাকার। চা বিরতি যাওয়ার আগে দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৯ রান তুলে, ৪৪ রানের লিড নিয়ে চা বিরতিতে যায় দলটি।
হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ট্রাকার হাঁটছেন সেঞ্চুরির দিকেই। ১১ চার ও ১ ছক্কায় এই আইরিশ ব্যাটার অপরাজিত আছেন ৮৯ রানে৷ তাকে দারুণ সঙ্গ দেওয়া ম্যাকব্রাইন অপরাজিত ২৭ রান করে।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: