সিলেটের উইকেট মনে ধরেছে হাথুরুর
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ০১:৪৮
-2023-04-10-19-48-12.jpg)
নট আউট ডেস্কঃ আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের আগে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছাতেই এই ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট উইকেট নিয়ে অখুশি, এমন ক্রিকেটার কিংবা সমর্থক অন্তত খুঁজে পাওয়া কষ্টের। মিরপুরের বাইরের উইকেটে প্রস্তুতি নিতে চায় টিম বাংলাদেশ।
আসন্ন সিরিজের আাগে সিলেটে ক্যাম্প প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, 'খুব সম্ভবত ২৬-২৭ (এপ্রিল) তারিখের দিকে ক্যাম্প হবে। ইংল্যান্ডের উদ্দেশে দল দেশ ছাড়বে ১ (মে) তারিখে। উইকেট-কন্ডিশনের কথা চিন্তা করে সিলেটে ঠিক করা হয়েছে। ওখানের উইকেটটা বিশেষ করে প্রধান কোচই এটা ঠিক করেছেন যে, সিলেট হলে ভালো। ঢাকা থেকে বাইরে দূরের কোনো ভেন্যুতে ক্যাম্প করার চিন্তাভাবনা ছিল তার। সে ক্ষেত্রে সিলেট ভেন্যুকে সবচেয়ে ভালো মনে করা হয়েছে।
শুধুমাত্র সিলেট নয়। হেড কোচের চাওয়াতে এক সপ্তাহ আগেই ইংল্যান্ড যাবে বাংলাদেশ। সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটিই জানিয়েছেন জালাল ইউনুস।
জালাল বলেন, 'ওখানে পৌঁছনোর পর অনুশীলন আছে, ৫ তারিখে একটা প্রস্তুতি ম্যাচ আছে। ওরা (আয়ারল্যান্ড) চেয়েছিল, আরো কিছুদিন কমাতে। কিন্তু আমরা চেয়েছি, সিরিজ শুরুর আগে কয়েক দিন অনুশীলন করতে। এটাও প্রধান কোচ চেয়েছিল যে কিছুদিন বাড়ানো যায় কি না। সে জন্যই আমরা কয়েকটা দিন যোগ করেছি।'
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: