জাতীয় দলের বিবেচনায় সৌম্য সরকার!
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩ ০৩:৩৯

নট আউট ডেস্কঃ জাতীয় দলে সৌম্য সরকারের আগমনটা ছিল অনেকটা ফিনিক্স পাখির মতোই। জাতীয় দলের জার্সিতে বেশ নিয়মিতভাবেই করেছেন পারফর্ম। এরপরেই পড়তে শুরু করে সৌম্যর ফর্ম। যদিও এখন সবটাই সৌম্য সরকারের জন্য অতীত। ছন্দ হারিয়ে দল থেকে পড়েছিলেন বাদ, এরপর একাধিকবার দলে ফিরলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই আগ্রাসী ওপেনার।
জাতীয় দলে টানা ব্যর্থতায় ঘুরপাক খাওয়া সৌম্য সরকার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হচ্ছেন ব্যর্থ। এদিকে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট, কোথাও পারফর্ম না করলেও জাতীয় দলের বিবেচনায় থাকছেন সৌম্য সরকার। তবে তার অবশ্যই এই ওপেনারকে করতে হবে মাঠের পারফর্ম। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশারের কথায় মিলেছে সেই ইঙ্গিত।
হাবিবুর বাশার বলেন, ‘বাংলাদেশের পক্ষে তার অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্স। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। ও (সৌম্য) এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুল আরও বড় হয়। আমরা বিশ্বাস করি, ওর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। একটু হতাশ তো অবশ্যই।’
কোন পারফর্ম ছাড়াই একাধিক জাতীয় দলে ফিরলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সৌম্য সরকার। তাই ব্যর্থতার বলয় ভাঙার উপায় সৌম্যকেই করতে হবে বলে মনে করেন হাবিবুল বাশার।
তিনি আরও বলেছেন, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে। যে মানসিক সমর্থন দরকার, সেটা সবসময় দেওয়া হয়। মাঝেমাঝে ক্রিকেটারদের নিজেকেই নিজে বাঁচাতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে খেলছে, মোটেও নতুন ক্রিকেটার না। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক সমর্থন তো সবসময় পায়। নিজেকেই ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে, সেটা নিজেকেই বের করতে হবে।’
ব্যর্থতার শৃঙ্খল ভাঙতে অবশ্য সৌম্যকে উপদেশও দিয়েছেন জাতীয় দলের এই নির্বাচক। সাবেক এই টাইগার অধিনায়কের মতে, নিজের ব্যাটিংয়ের গুরুত্ব আগে বুঝতে হবে তাকে।
‘নিজের ব্যাটিং বোঝাটা গুরুত্বপূর্ণ। ওকে বোঝানোর কিন্তু কিছু নেই। ওর আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য আছে। বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস আছে। ওকে কিছু বোঝানোর নেই। ওকে নিজেই বুঝতে হবে।’ যোগ করে বলেন হাবিবুল বাশার।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: