ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ক্রিকেটারদের জন্য জিপিএস আমদানি করছে বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩ ২১:০৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রিকেটে ব্যবহৃত হচ্ছে উন্নতসব প্রযুক্তি। ক্রিকেট দুনিয়ায় দাপট দেখানো দলগুলো অনুশীলনে ব্যবহার করছে জিপিএস। অনুশীলনে কেন এই প্রযুক্তি ব্যবহার করা তার সারমর্ম একটু জেনে নেওয়া যাক শুরুতে।

শরীরে জিপিএস ব্যবহারের ফলে শারীরিক সক্ষমতা খুব সহজেই জানতে পারবেন কোচরা। একই সাথে কোন খেলোয়াড় কতটা পরিশ্রম করছে, কেউ কম করছে নাকি অতিরিক্ত, সেটিও জানতে পারবে দায়িত্বে থাকা কোচিং স্টাফের সদস্যরা। 

বছরের শুরুতে বাংলাদেশ সফরে এই জিপিএস ব্যবহার করেছিল ইংল্যান্ড ক্রিকেটাররা। এরপরই দেশে আলোচনা উঠেছিল এই প্রযুক্তি নিয়ে। আলোচনাকে পরিপূর্ণতা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আমদানি করছে জিপিএস প্রযুক্তি। 

বিসিবির প্রোগ্রাম প্রধান ডেভিড মুরের ভাষ্যতে, জাতীয় দলের জন্য জিপিএস প্রযুক্তি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় দলের পাশাপাশি এইচপি ফাস্ট বোলিং ইউনিটের জন্যও জিপিএস প্রযুক্তি কেনার পরিকল্পনা রয়েছে বলে জানান মুর। 

ডেভিড বলেন, ‘প্রযুক্তি খুব প্রয়োজন। জিপিএস লাগবেই। যেটা ক্রিকেটারদের সক্ষমতার চিত্র দেবে। ক্রিকেটারদের উন্নতির জন্য এটা খুবই প্রয়োজন। সুযোগ-সুবিধা বাড়াতে হবে। কারণ, অনেক ক্রিকেটার প্র্যাকটিস করে। ভালো সুযোগ-সুবিধা থাকলে সেটা কাজে লাগাতে পারবে। জিপিএসের জন্য কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। সেগুলো পেয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে। তাতে করে খেলোয়াড়দের সঙ্গে কোচদেরও উন্নতি হবে।’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।