ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

মাহমুদউল্লাহ বিশ্বকাপের আগে সুযোগ পাবে : হাথুরুসিংহে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ ২২:২৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দিন দুয়েক আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহকে রিয়াদকে দেখছেন না তিনি। সুজনের এমন মন্তব্যের পর অনেকটাই হতাশ হয়েছেন রিয়াদ ভক্তরা। তবে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের শনিবারের সংবাদ সম্মেলনের পর মন ভালো হতে পারে রিয়াদ ভক্তদের। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানিয়েছেন বিশ্বকাপের আগে সুযোগ পাবেন রিয়াদ। 

হাথুরু বলেন, ‘আগে যেটা বলেছি, তেমনই আছে। তারা সবাই লিস্টে আছে। সবাই বিশ্বকাপের আগে এসে খেলার সুযোগ পাবে। আমরা এখনও ওই মানসিকতা বদলাইনি।’

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সে হিসাবে বিশ্বকাপের আর ছয় মাসও বাকি নেই। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সূচি প্রকাশ করেনি আইসিসি। এমনকি কোন কোন ভেন্যুতে খেলা হবে সেটিও জানানো হয়নি। এতে কি পরিকল্পনায় কোনো সমস্যা হচ্ছে?

এমন প্রশ্নের উত্তরে লঙ্কান এই কোচ বলেছেন, ‘এটা শুধু আমাদের না। বিশ্বকাপের সঙ্গে জড়িত সবাইকে এফেক্ট করছে। আমার মনে হয় ভারত দ্রুতই ঘোষণা করবে। যদি দ্রুত ঘোষণা দেয়, এটা আমাদের পরিষ্কার ধারণার জন্য সাহায্য করবে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।