দেশে ফিরলেই মুস্তাফিজের পরীক্ষা
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ০০:১৪

নট আউট ডেস্কঃ চলমান আইপিএলে ভাড়া বিমানে মুস্তাফিজকে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। শুরুর দিকে যদিও হয়নি সুযোগ। তবে সুযোগ যখন এসেছিল তা আবার শতভাগ কাজে লাগাতে পারেননি কাটার মাস্টার। বাজে ফর্মের কারনে বাদ পড়েছেন দল থেকেও।
মুস্তাফিজের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপাড়ায় চিন্তা থাকলেও চিন্তিত নন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইপিএল থেকে দেশে ফিরলে মুস্তাফিজকে দেখবেন তিনি।
প্রেস কনফারেন্সে হাথুরু বলেন, ‘কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে, কেমন পারফর্ম করে।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: